১. বিজ্ঞানী হাবল মহাবিশ্ব সম্পর্কে বলেন-
উত্তর : মহাবিশ্ব প্রতিনিয়তই সমপ্রসারিত হচ্ছে
২. টলেমী কে ছিলেন?
উত্তর : জ্যোতির্বিদ
৩. A brief history of time গ্রন্থের লেখক কে?
উত্তর : স্টিফেন হকিং
৪. “বিগ ব্যাং” তত্ত্বের ব্যাখ্যা উপস্থাপন করেন কে?
উত্তর : স্টিফেন হকিং
৫. কসমিক ইয়ার বলতে কী বোঝায়?
উত্তর : ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল
৬. মাদাম কুরি ছিলেন একজন-
উত্তর : বৈজ্ঞানিক
৭. জুলিও কুরি একজন বিশ্ব বিখ্যাত-
উত্তর : বৈজ্ঞানিক
৮. ইউক্লিডের মহাগ্রন্থ ঊষবসবহঃ কয়টি খণ্ডে বিন্যস্ত-
উত্তর : ১৩টি
৯. আল বেরুনী রচিত গ্রন্থের নাম-
উত্তর : কিতাবুল হিন্দ
১০. ইবনে খালেদুন একজন বিখ্যাত-
উত্তর : দার্শনিক
১১. পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কীয় বিদ্যা কি?
উত্তর : জিওলজি
১২. কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক?
উত্তর : পুনরাবৃত্তি কাজ
১৩. কম্পিউটার কে আবিষ্কার করেন?
উত্তর : হাওয়ার্ড এইকিন
১৪. প্রাণিজগতের উৎপত্তি সম্বন্ধীয় বিদ্যাকে বলে-
উত্তর : ইভোলিউশন
১৫. পরিবেশের সঙ্গে জীবদেহের সম্পর্কে সম্বন্ধীয় বিদ্যাকে বলে-
উত্তর : ইকোলজি