‘থাকলে শিশু বিদ্যালয়ে, হবেনা বিয়ে তার বাল্যকালে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সদর উপজেলার ৬নং ভোমরা ইউনিয়নের শাঁখরা কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ে ‘শিক্ষাই প্রথম-বাল্যবিবাহকে লালকার্ড’ প্রদান করা হবে। সদর উপজেলার বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা মেয়ে শিশুদের চিহ্নিতকরণ এবং তাদের সেই ঝুঁকি মুক্ত করণের লক্ষে ৬নং ভোমরা ইউনিয়নের শাঁখরা কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের সকল ছাত্রী ও শাঁখরা কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির সকল ছাত্রী এবং তাদের অভিভাবকরা ‘শিক্ষাই প্রথম-বাল্যবিবাহকে লালকার্ড’ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এ অনুষ্ঠানে ৬নং ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক নাজমুল আহসান। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম (বার), উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আছাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার শাহ আবদুল সাদী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ইউনিসেফের চাইল্ড প্রোটেকশন অফিসার জামিল হাসান, শাঁখরা কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ শরীফ ইকবাল, শাঁখরা কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান।
সূত্র: লেখাপড়া২৪.কম