ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৭ উপলক্ষে বিক্রয়কর্মী (সেলস পার্সোনেল) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সনি- র্যাংগস । অস্থায়ীভাবে শুধু পুরুষদের পদটিতে নিয়োগ দেওয়া হবে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত-
যোগ্যতা
পদটিতে আবেদন করতে পারবেন ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা। আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। তবে প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এবং বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। এ ছাড়া বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে পারদর্শিতা থাকতে হবে প্রার্থীদের।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত ও দুই কপি পাসপোর্ট আকৃতির ছবিসহ আবেদন করতে পারবেন ‘চেয়ারম্যান, র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড (সনি- র্যাংগস), বক্স # ২০১৭, সোনারতরী টাওয়ার, চতুর্থ তলা, ১২ সোনারগাঁও রোড, বাংলামোটর, ঢাকা-১০০০’ ঠিকানায়। এ ছাড়া আবেদন করা যাবে [email protected] ইমেইল ঠিকানায়। আবেদন করার সুযোগ থাকবে ১৭ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।