০১. তাহার সৌজন্যতাবোধ আমাকে অভিভূত করেছে।
শুদ্ধঃ তার সৌজন্যবোধ আমাকে অভিভূত করেছে।
০২. দুর্বিসহ বানানটি অধিকাংশ ব্যাক্তি ভূল লেখে।
শুদ্ধঃ দুর্বিষহ বানানটি অধিকাংশ ব্যক্তি ভুল লেখে।
০৩. আকণ্ঠ পর্যন্ত ভোজন ভাল নয়।
শুদ্ধঃ আকণ্ঠ ভোজন ভাল নয়।
০৪. আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।
শুদ্ধঃ আজকাল বিদুষী মেয়ের অভাব নেই।
০৫. আমি সন্তোষ হইলাম।
শুদ্ধঃ আমি সন্তুষ্ট হলাম।