প্রশ্ন :’চাঁদের হাট’_ অর্থ কী?
উত্তর :প্রিয়জন সমাগম।
প্রশ্ন :’বিরাগী’ শব্দের অর্থ কী?
উত্তর :উদাসীন।
প্রশ্ন :’ব্রজবুলি’ বলতে কী বোঝায়_
উত্তর : মৈথিলি ভাষার একটি উপভাষা।
প্রশ্ন :সংশয় এর বিপরীত শব্দ_
উত্তর :প্রত্যয়।
প্রশ্ন :গৃহ এর সমার্থক শব্দগুলো হলো_
উত্তর :ধাম, বাটি, নিলয়।
প্রশ্ন :’পদ্ম’ এর সমার্থক শব্দগুলো হলো_
উত্তর :সরোজ, তামরস
প্রশ্ন :কিরীট শব্দের অর্থ হলো_
উত্তর :মুকুট।
প্রশ্ন :’আবোল-তাবোল’ কার লেখা?
উত্তর :সুকুমার রায়।
প্রশ্ন :’আত্মঘাতী বাঙালি’ কার রচিত গ্রন্থ?
উত্তর :নীরদচন্দ্র চৌধুরী।
প্রশ্ন :’আবদুল্লাহ’ উপন্যাসের উপজীব্য কী?
উত্তর :তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র।
প্রশ্ন :’তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়_
উত্তর :১৮৪৩ সালে।
প্রশ্ন :’অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত-
উত্তর :বিপরীত।
প্রশ্ন :’বক দেখানো’ বাগধারার অর্থ কী_
উত্তর :অশোভনভাবে বিদ্রূপ করা
প্রশ্ন :’তোমাদের কখন আসা হলো’_ কোন বাক্যের উদহারণ_
উত্তর :ভাববাচ্য।
প্রশ্ন :হাসান বই পড়ছে_ কোন বর্তমান কালের উদহারণ_
উত্তর :ঘটমান।