০১. শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন ?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা
(গ) কাজী নজরুল ইসলাম
(ঘ) কাজী নজরুল ইসলামের পিতা
সঠিক উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা
০২. কাজী নজরুল ইসলামের অপ্রকাশিত একটি গ্রন্থ সম্প্রতি প্রকাশিত হয়েছে। গ্রন্থটির নাম কি ?
(ক) মনের বাসর
(খ) নির্ঝর
(গ) বসন্ত কুমারী
(ঘ) অগ্নিবীণা
সঠিক উত্তরঃ নির্ঝর
০৩. কোনটি সঠিক ?
(ক) ভাষা গতিশীল নয়
(খ) ভাষা স্থির নয়
(গ) ভাষা গতিশীল ও স্থির
(ঘ) ভাষা গতিশীল ও স্থির কোনটিই নয়
সঠিক উত্তরঃ ভাষা স্থির নয়
০৪. ” দুনিয়া” শব্দটি কোন ভাষার ?
(ক) আরবি
(খ) ফারসি
(গ) জাপানি
(ঘ) বর্মি
সঠিক উত্তরঃ আরবি
০৫. “দিনের পর দিন” এর বাক্য সংকোচন-
(ক) দিন দিন
(খ) অনুদিন
(গ) অনেকটিদন
(ঘ) প্রতিদিন
সঠিক উত্তরঃ অনুদিন
০৬. “গোঁয়ার গোবিন্দ” অর্থ কি ?
(ক) নিতান্তই অলস
(খ) চাটুকার
(গ) নির্বোধ
(ঘ) হঠকারী
সঠিক উত্তরঃ হঠকারী
০৭. “রত্নাকর” নিচের কোনটির প্রতিশব্দ ?
(ক) নদী
(খ) সমুদ্র
(গ) সূর্য
(ঘ) চন্দ্র
সঠিক উত্তরঃ সমুদ্র
০৮. “আকুঞ্চন” এর বিপরীত শব্দ ?
(ক) প্রসারণ
(খ) কুঞ্চন
(গ) উত্তোলন
(ঘ) অবনমন
সঠিক উত্তরঃ প্রসারণ
০৯. “শ্রবণ’ এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
(ক) √শ্রবণ + অ
(খ) √শ্রী + অন
(গ) √শ্রব + অন
(ঘ) √শ্রু + অন
সঠিক উত্তরঃ √শ্রু + অন
১০. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি ?
(ক) বৃহস্পতি
(খ) দুর্যোগ
(গ) নায়ক
(ঘ) পরীক্ষা
সঠিক উত্তরঃ বৃহস্পতি