০১. ‘শীকর’ শব্দের অর্থ কি ?
(ক) শিশির (খ) নীহারিকা (গ) জলকণা (ঘ) পদ্মফুল
সঠিক উত্তরঃ জলকণা
০২. “যা পূর্বে ছিল এখন নেই”- এককথায় কি হবে ?
(ক) অপূর্ব (খ) অদৃষ্টপূর্ব (গ) অভূতপূর্ব (ঘ) ভূতপূর্ব
সঠিক উত্তরঃ ভূতপূব
০৩. “ক্ষমার যোগ্য” এর বাক্য সংকোচন হবে-
(ক) ক্ষমার্হ (খ) ক্ষমাপ্রার্থী (গ) ক্ষমা (ঘ) ক্ষমাপ্রদ
সঠিক উত্তরঃ ক্ষমার্হ
০৪. বাংলা ভাষা এ শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে–
(ক) চাকু, চাকর (খ) খদ্দর, হরতাল (গ) চা,চিনি (ঘ) রিক্সা, রেস্তোরাঁ
সঠিক উত্তরঃ চা,চিনি
০৫. নিন্দা করিবার ইচ্ছা-
(ক) জুগুপ্সা (খ) পিপাসা (গ) পরভর্তৃডা (ঘ) জিগীষা
সঠিক উত্তরঃ জুগুপ্সা
০৬. “ওর মা মারা গেছে’ কার মা ?
(ক) তপুর (খ) রাহাতের (গ) রেণুর (ঘ) লেখকের
সঠিক উত্তরঃ তপুর
০৭. ‘পয়জার’ অর্থ কি ?
(ক) জুতা (খ) পা (গ) নিকৃষ্ট (ঘ) জারজ
সঠিক উত্তরঃ জুতা
০৮. অঘোষ ধ্বনি কোন দুটি ?
(ক) চ,ছ (খ) ড,ঢ (গ) ব,ভ (ঘ) দ,ধ
সঠিক উত্তরঃ চ,ছ
০৯. ‘ষ’ এর ব্যবহার কোন জাতীয় শব্দে ব্যবহৃত হয় ?
(ক) আরবি (খ) বিদেশি (গ) সংস্কৃত (ঘ) তদ্ভদ
সঠিক উত্তরঃ সংস্কৃত
১০. “দয়াবান” এর প্রকৃতি প্রত্যয় নিম্নের কোনটি ?
(ক) দয়া + বান (খ) দয়া + আন (গ) দয়া + বতুপ (ঘ) দয়া + তুপ
সঠিক উত্তরঃ দয়া + বতুপ