বাংলা (২০১৪-১২-০২)

*** পড়া শেষে খেতে যাব-এই বাক্যে কোন লক্ষণ প্রকাশ হয়?
উত্তরঃ অভিপ্রায়
*** ‘দাখিলা’ শব্দের অর্থ কি?
উত্তরঃ খাজনার রশিদ
*** ‘লাঠালাঠি’ কোন সমাস-
উত্তরঃ ব্যতিহার বহুব্রীহি সমাস
*** বুৎপত্তিগতভাবে বাংলা ভাষার শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
উত্তরঃ
*** একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয়, তাকে কী বলে?
উত্তরঃ অসমীকরণ
*** ‘জব’ শব্দের অর্থ কি?
উত্তরঃ জীবন
*** ভাষার মূল উপাদান কি?
উত্তরঃ ধ্বনি
*** ‘ঢাক পেটানো’ বাগধারার অর্থ কি?
উত্তরঃ গোপন ফাঁস
*** ‘তন্বী’ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
উত্তরঃ তনু + ঈ
*** ঞ্চ –এই যুক্তবর্ণে কোন কোন বর্ণ আছে?
উত্তরঃ ঞ + চ
*** “এ সুতায় কাপড় হয় না”- কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ করণে ৭মী
*** কমলাকান্তের জবানবন্দি গল্পে একমাত্র নারী চরিত্র কে?
উত্তরঃ প্রসন্ন গোয়ালিনী