০১. নিচের কোনটি কর্মধারয় সমাস?
উত্তরঃ রাজর্ষি
০২. কোনটি শুদ্ধ বানান?
উত্তরঃ গণনা
০৩. ‘বাতাস’-এর সমার্থক শব্দ নয়-
উত্তরঃ প্রসূন
০৪. ‘অনুগ্রহ’-এর বিপরীত শব্দ-
উত্তরঃ নিগ্রহ
০৫. ‘আশ্চর্য’-এর সন্ধি-বিচ্ছেদ-
উত্তরঃ আ + চর্য
০৬. ‘ঢাকের কাঠি’ বাগধারাটির অর্থ-
উত্তরঃ তোষামুদে
০৭. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
উত্তরঃ পরপদ
০৮. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ ?
উত্তরঃ মহাত্মা
০৯. ‘অক্ষির সমীপে’-এই বাক্যটি সংক্ষেপণী কি?
উত্তরঃ সমক্ষ
১০. মুগন্দ্রে এর প্রতিশব্দ-
উত্তরঃ সিংহ
১১. ‘রাজা যান মাগনে’ এখানে ‘মাগনে’ শব্দটি কোন শ্রেণির ক্রিয়ামূল থেকে এসেছে?
উত্তরঃ হিন্দি ক্রিয়ামূল
১২. সেমিকোলনের বাংলা হচ্ছে-
উত্তরঃ অর্ধচ্ছেদ
১৩. “উদ্যম বিহনে কবে পুত্তে মনোরথ।”-‘বিহনে’ কোন শ্রেণীর অব্যয়?
উত্তরঃ সমুচ্চয়ী
১৪. “তুমি যদি যেতে, তবে ভাল হতো।” কোন কালের উদাহরণ?
উত্তরঃ পুরাঘটিত অতীত