০১. শুনতে পাও না ‘পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে’-কার উক্তি ?
(ক) কমলাকান্ত
(খ) হাকিম
(গ) উকিল
(ঘ) মুহুরি
উত্তরঃ কমলাকান্ত
০২. কৌপিন শব্দের অর্থ কোনটি-
(ক) নট
(খ) ল্যাঙট
(গ) দুর্ঞ্জেয়
(ঘ) পেলা
উত্তরঃ পেলা
০৩. কোনটি সর্বনামের দ্বিরুক্তি ?
(ক) ছলছল
(খ) বাড়ি বাড়ি
(গ) ধনী গরীব
(ঘ) কারকার
উত্তরঃ কারকার
০৪. কোনটি ফারসি উপসর্গযোগে গঠিত শব্দ?
(ক) হরদম
(খ) অঘারাম
(গ) সুগম
(ঘ) হেডমাস্টার
উত্তরঃ হরদম
০৫. কোনটি অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ?
(ক) কানখাঁটো
(খ) চাঁদমুখ
(গ) গ্রামান্তর
(ঘ) কাপুরুষ
উত্তরঃ কানখাঁটো
০৬. বাংলা সাহিত্যের আদিগ্রন্থ কোনটি?
(ক) শ্রীকৃষ্ণ বিজয়
(খ) শ্রীকৃষ্ণ কীর্তন
(গ) শূন্যপূরাণ
(ঘ) চর্যাপদ
উত্তরঃ শ্রীকৃষ্ণ বিজয়
০৭. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
(ক) আলাউল
(খ) কোরেশী মাগন
(গ) দৌলত কাজী সৈয়দ সুলতান
উত্তরঃ দৌলত কাজী
০৮. প্রথম বিয়োগন্তক নাটক-
(ক) ভদ্রার্জুন
(খ) কীর্তিবিলাস নাটক
(গ) ছদ্মবেশ
(ঘ) হরিশচন্দ্র
উত্তরঃ কীর্তিবিলাস নাটক
০৯. ‘নিমচাঁদ’ চরিত্রের সাক্ষাত পাওয়া যায় কোন গ্রন্থে?
(ক) সধবার একাদশী
(খ) আলালের ঘরের দুলাল
(গ) একেই কি বলে সভ্যতা
(ঘ) নববাবু বিলাস
উত্তরঃ সধবার একাদশী
১০. সবুজপত্র কী?
(ক) উপন্যাস
(খ) নাটক
(গ) সাময়িক পত্র
(ঘ) গদ্য সংকলন
উত্তরঃ সাময়িক পত্র