০১. “সকাল উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।” এটি কার লেখা?
(ক) রঙ্গলাল বন্দোপাধ্যায়
(খ) মনোমোহর বসু
(গ) মদনমোহন তর্কল্যাঙ্কার
(ঘ) হরিনাথ মজুমদার
উত্তরঃ মদনমোহন তর্কল্যাঙ্কার
০২. রাজা রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন-
(ক) প্রেস অর্ডিন্যান্স
(খ) নীল চাষ
(গ) নীল কমিশন
(ঘ) রাইফেল ব্যবহার
উত্তরঃ প্রেস অর্ডিন্যান্স
০৩. নিচের কোনটি কায়কোবাদ রচিত মহাকাব্য?
(ক) অশ্রুমালা
(খ) মহাশ্মশান
(গ) বলবান
(ঘ) মেঘনাদবধ
উত্তরঃ মহাশ্মশান
০৪. ‘বীরবলের হালখাতা’ গ্রন্থটি কোন ধরনের রচনা?
(ক) কাব্য
(খ) নাটক
(গ) উপন্যাস
(ঘ) প্রবন্ধ
উত্তরঃ প্রবন্ধ
০৫. বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
(ক) ইছামতি
(খ) ময়ূরকণ্ঠী
(গ) ধূপছায়া
(ঘ) সংকর সকীর্তন
উত্তরঃ ইছামতি
০৬. জসীম উদ্দিনের ‘কবর’ কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
(ক) ‘তত্ত্বাবোধনী পত্রিকা
(খ) ধূমকেতু
(গ) কল্লোল
(ঘ) কালি ও কলম
উত্তরঃ কল্লোল
০৭. ‘লালসালু’ উপন্যাসের উপজীব্য কী?
(ক) গ্রাম বাংলার সমাজের অশিক্ষা কুশিক্ষা
(খ) চাষি জীবনের করুণ চিত্র
(গ) হাওড় অঞ্চলের মানুষের দুঃখের জীবন
(ঘ) কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
উত্তরঃ গ্রাম বাংলার সমাজের অশিক্ষা কুশিক্ষা
০৮. কবি শামসুর রহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন?
(ক) কুমিল্লা জেলায়
(খ) খুলনা জেলায়
(গ) ঢাকা জেলায়
(ঘ) পাবনা
উত্তরঃ ঢাকা জেলায়
০৯. ‘হাত হদাই’ নাটকের নাট্যকার কে?
(ক) সৈয়দ শামসুল হক
(খ) সেলিম আল-দ্বীন
(গ) মমতাজ উদ্দীন আহমেদ
(ঘ) আব্দুল্লাহর আল মামুন
উত্তরঃ সেলিম আল-দ্বীন
১০. কবি সুকান্ত কোন সালে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯২৩
(খ) ১৯৩২
(গ) ১৯৪৭
(ঘ) ১৯৫৪
উত্তরঃ ১৯৪৭