০১. মানুষের দেহমনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে শ্রেষ্ঠ কী?
(ক) বই পড়া (খ) খাওয়া (গ) ক্রীড়া (ঘ) ঘুমানো
উত্তরঃ ক্রীড়া
০২. মৃত্যুঞ্জয়ের আমবাগানের আয়তন-
(ক) দশ পনের বিঘা (খ) কুড়ি পঁচিশ বিঘা (গ) পঁচিশ তিরিশ বিঘা (ঘ) তিরিশ চল্লিশ বিঘা
উত্তরঃ কুড়ি পঁচিশ বিঘা
০৩. কোনটি ‘অফুরান’ এর বিপরীত শব্দ?
(ক) মাঝে মাঝে (খ) অনায়াসে (গ) অনবরত (ঘ) মুষ্টিমেয়
উত্তরঃ অনবরত
০৪. নিত্য স্ত্রীবাচল বাংলা শব্দ কোনটি?
(ক) সতীন (খ) বিধাতা (গ) পত্নী (ঘ) বিপত্নীক
উত্তরঃ সতীন
০৫. কোনটি ‘ঈয়ান’ এর স্ত্রীবাচক প্রত্যয়?
(ক) ঈয়সী (খ) ঈয়ানী (গ) আনী (ঘ) ইনী
উত্তরঃ ঈয়সী
০৬. মিলনার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস কোনটি?
(ক) অহি-নকুল (খ) স্বর্গ-নরক (গ) সাত-পাঁচ (ঘ) মা-বাপ
উত্তরঃ মা-বাপ
০৭. পূণ্যে মতি হোক। এখানে ‘পূণ্য’ হলো-
(ক) বিশেষণ (খ) ক্রিয়া (গ) অব্যয় (ঘ) সর্বনাম
উত্তরঃ বিশেষণ
০৮. ‘জীবন বন্দনা’ কবিতায় কবি কোন শক্তির বন্দনা করেছেন ?
(ক) জীর্ণতার (খ) আলস্যের (গ) বার্ধক্যের (ঘ) তারুণ্যের
উত্তরঃ তারুণ্যের
০৯. ‘কেষ্টবিষ্ট’-এর অর্থ কী?
(ক) উভয় সংকট (খ) গণ্যমান্য (গ) প্রণাম (ঘ) লণ্ডভণ্ড
উত্তরঃ গণ্যমান্য
১০. ‘তেল ও কম, ভাজাও মচমচে’ –এ প্রবচনের অর্থ কোনটি?
(ক) অল্প ক্ষতিতে কাজ আদায় (খ) অবস্থার সঙ্গে খাপ খাওয়ানো (গ) সব দিক ঠিক রাখা (ঘ) সামান্য উপকরণে যথাযোগ্য ব্যবস্থা
উত্তরঃ সামান্য উপকরণে যথাযোগ্য ব্যবস্থা