বাংলা ও সাহিত্য (২০১৪-১২-২১)

০১. “নাচে পাপ-সিন্ধু তুঙ্গ তরঙ্গ।
মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ।
নিঃশেষে নিশাচর গ্রামে মহাবিশ্বে,
ত্রাসে কাঁপে তরনীর পাপী যত নিঃস্বে।” – কার লেখা?
(ক)রবীন্দ্রীনাথ ঠাকুর
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) শামসুর রহমান
(ঘ)ফররুখ আহমেদ
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
০২. —– কে কেরি সাহেবের মুসি বলা হয়-
(ক) রামরাম বসুকে
(খ) চন্ডীচরণ মুনসী
(গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
(ঘ) গোলকনাথ শর্মা
উত্তরঃ রামরাম বসুকে
০৩. মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ একটি-
(ক)নাট্যকাব্য
(খ)ঐতিহাসিক রচনা
(গ) গদ্যকাব্য
(ঘ) উপন্যাস
উত্তরঃ উপন্যাস
০৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?
(ক)দেবদাস
(খ) শ্রীকান্ত
(গ) চরিত্রহীন
(ঘ)গৃহদাহ
উত্তরঃ শ্রীকান্ত
০৫. ‘ফুড কনফারেন্স’ গ্রন্থের রচয়িতা
(ক)আবুল মনসুর আহমদ
(খ) আবুল কালাম শামসুদ্দীন
(গ) আবুল ফজল
(ঘ)মাহবুবুল আলম
উত্তরঃ আবুল কালাম শামসুদ্দীন
০৬. কাব্যটি কবি জসীশ উদ্দীনের কোন কাব্যটির অনুবাদ ?
(ক) সোজনবাদিয়ার ঘাট
(খ) রঙিলা নায়ের মাঝি
(গ) নকশী কাঁথার মাঠ
(ঘ)রাখালী
উত্তরঃ নকশী কাঁথার মাঠ
০৭. কোনটি ঠিক?
(ক)মহাশ্মশান (নাটক)
(খ)কাঁদো নদী কাঁদো (কাব্য)
(গ) বহিপীর (নাটক)
(ঘ) সোজন বাদিয়ার ঘাট(উপন্যাস)
উত্তরঃ বহিপীর (নাটক)
০৮. শামসুর রহমানের আত্মজীবনী কোনটি?
(ক)হৃদয়ে আমার পৃথিবীর আলো
(খ) কালো ধুলোয় লেখা
(গ) নিজ বাসভূমে
(ঘ) বন্দী শিবির থেকে
উত্তরঃ কালো ধুলোয় লেখা
০৯. চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?
(ক)আরাকান রাজগ্রন্থাগার থেকে
(খ)বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে
(গ) নেপালের রাজগ্রন্থশালা থেকে
(ঘ) সুদূর চীন দেশ থেকে
উত্তরঃ নেপালের রাজগ্রন্থশালা থেকে
১০. মুনীর চৌধুরী রচিত নাটকের নাম কী?
(ক)সুবচন নির্বাসনে
(খ) রক্তাক্ত প্রান্তর
(গ) এখন দুঃসময়
(ঘ) সমতট
উত্তরঃ রক্তাক্ত প্রান্তর