প্রশ্নঃ বাংলাদেশে মোট কত প্রকার উপজাতি বসবাস করে ?
উত্তরঃ ৪৫ প্রকার।
প্রশ্নঃ বাংলাদেশে প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি কোথায় প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ নেত্রকোনায় ১৯৭৭ সালে। নাম বিরিশিরি।
প্রশ্নঃ ‘বিঝু’ কাদের বর্ষবরণ অনুষ্ঠানের নাম ?
উত্তরঃ চাকমা।
প্রশ্নঃ পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের প্রধান উৎসবের নাম কি ?
উত্তরঃ বৈসাবী।
প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতির পরিবার ব্যবস্থা মাতৃতান্ত্রিক?
উত্তরঃ গারো, খাসিয়া।
প্রশ্নঃ মারমা উপজাতিদের পরিবার ব্যবস্থা কেমন ?
উত্তরঃ পিতৃতান্ত্রিক।
প্রশ্নঃ উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র ‘ট্রাইবুনাল কালচারাল একাডেমি’ কোথায় অবস্থিত ?
উত্তরঃ দিনাজপুর।
প্রশ্নঃ ট্রাইবাল কালচারাল ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
উত্তরঃ রাঙামাটি।
প্রশ্নঃ বাংলাদেশের কোন কোন উপজাতি মুসলমান ?
উত্তরঃ পাঙ্গন ও লাউয়া।
প্রশ্নঃ রোহিঙ্গা শরনার্থীরা কোন দেশ থেকে বাংলাদেশে এসেছে ?
উত্তরঃ মায়ানমার।
প্রশ্নঃ রাখাইনরা সবচেয়ে বেশি বাস করে কোথায় ?
উত্তরঃ পটুয়াখালী।
প্রশ্নঃ পাবর্ত্য চট্টগ্রামের প্রাচীনতম অধিবাসী কোন উপজাতি ?
উত্তরঃ মুরং উপজাতি।
প্রশ্নঃ বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি ?
উত্তরঃ চাকমা
প্রশ্নঃ চাকমারা গ্রামকে কি বলে ?
উত্তরঃ আদম।
প্রশ্নঃ বাংলাদেশে বাস নেই এমন উপজাতি ?
উত্তরঃ নাগা, মাউরি, কাফির, জুলু প্রভৃতি।