প্রথমবারের মতো বাংলাদেশিদের পেশাগত ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে চীনের কুনমিং বিশ্ববিদ্যালয়ে। পাবলিক এ বিশ্ববিদ্যালয়ে বিবিএ, হোটেল ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে (সেভেন হিল) চীনের কুনমিং বিশ্ববিদ্যালয়ের পক্ষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশে কুনমিং বিশ্ববিদ্যালয়ের পরিচিতি অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ ও কো-অপারেশন বিভাগের পরিচালক মিস ক্যাথরিং ওয়াং, বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক ড. পার্থ সারথী গাঙ্গুলী এবং বাংলাদেশ প্রতিনিধি সানজেন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল হক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মিস ক্যাথরিং ওয়াং বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের পড়ার সুযোগ আরো একধাপ বাড়ানো হলো। আগে এমবিবিএস ও মেডিকেল কোর্সে পড়ার সুযোগ ছিল। এখন তা আরো প্রসারিত হলো।
তিনি জানান, কুনমিং থেকে বাংলাদেশের দূরত্ব কম। মাত্র দুই ঘণ্টায় ঢাকা থেকে কুনমিংয়ে যাওয়া যায়।
পরিচিতি অনুষ্ঠানে জানানো হয়, যারা কুনমিং বিশ্ববিদ্যালয়ে পেশাগত ও বৃত্তিমূলক শিক্ষা নিতে চান তারা রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরির সাজেন ইন্টারন্যাশনালে কাদের অর্কেডে যোগাযোগ করতে পারবেন।
বছরে দেড়লাখ টাকায় টিউশন ফিসহ থাকা-খাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া বাড়তি কোনো খরচ নেই।
সূত্র: লেখাপড়া২৪.কম