রিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ওই দিন সকাল সকাল ১০টায় ক ও খ ইউনিট, দুপুর ১টায় গ ইউনিট এবং বিকেল ৪টায় ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরীক্ষার হলে শিক্ষার্থীরা কোনো ধরণের হাত ব্যাগ, ক্যালকুলেটর, মোবাইল অথবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করতে পারবেনা।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.barisaluniv.ac.bd ও www.barisaluniv.edu.bd এ পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।