বন্ধ থাকলেও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলছে

শাহজালাল-বিশ্ববিদ্যালয়ের1

 

সংঘর্ষের কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু হয়েছে। মঙ্গলবার মেধা তালিকা অনুযায়ী ‘বি’ ইউনিটের (গ্রুপ-১) ১ থেকে ৪০০ এর মধ্যে ২৭৪ জন শিক্ষার্থী বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন বলে ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মো. ফারুক উদ্দিন জানান।

বুধবার মেধা তালিকায় স্থান পাওয়া ‘বি’ ইউনিটের বাকি শিক্ষার্থী এবং একই ইউনিটের গ্রুপ ২, ৩ ও মুক্তিযোদ্ধা, আদিবাসী, প্রতিবন্ধী কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এবং আগামী রবিবার ‘এ’ ইউনিটের মেধা তালিকা অনুযায়ী ভর্তি শুরু হবে।