বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সংশ্লিষ্ট সব কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণের যাবতীয় পূর্ব প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
বিশেষ করে, কলেজ পর্যায়ের পরীক্ষাগুলো এর পূর্বে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে অনার্স ও ডিগ্রি (পাস) কোর্সের শিক্ষার্থীদের প্রথম বর্ষ অনার্স এবং প্রথম বর্ষ ডিগ্রি (পাস) পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।
সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের সম্মান এবং তিন বছরের ডিগ্রি (পাস) পরীক্ষা অনুষ্ঠানের তারিখ তথা একাডেমিক ক্যালেন্ডার এর আগে প্রকাশ করে বিশ্ববিদ্যালয়।
আগামী ফেব্রুয়ারিতেই পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সৌজন্যে : বাংলানিউজ২৪