স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের ইউনিয়ন পরিষদগুলোতে হিসাব সহকারী পদে লোক নিয়োগের চিন্তা-ভাবনা করছে সরকার। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদের জন্য হিসাব সহকারী পদ সৃষ্টির কার্যক্রম হাতে নিয়েছে। হিসাব সহকারী একই সঙ্গে কম্পিউটার অপারেটরের দায়িত্বও পালন করবেন। নিয়োগের ব্যাপারে ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে।
জাতীয় সংসদে মঙ্গলবার বিকেলে সরকার দলীয় (চট্টগ্রাম-৪) সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগে অর্থ বিভাগের সম্মতি পাওয়া যায়নি। অর্থ বিভাগের সম্মতি পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।