পরীক্ষায় নকল ঠেকাতে ড্রেসকোড

পরীক্ষায় নকল ঠেকাতে পরীক্ষার্থীদের জন্য ড্রেস কোডের বিধান জারি করেছে ভারত সরকার। ড্রেস কোডের উদ্দেশ্য হচ্ছে এতে কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস আটকিয়ে রাখার সুযোগ থাকবে না।

Exam'

পরীক্ষার্থীদের পাতলা কাপড়ের হাফ-হাতা শার্ট পরার কথা বলা হয়েছে ড্রেস কোডের নির্দেশনায়। যার কোনো বড় বোতাম থাকবে না। এছাড়া পরীক্ষার্থীরা কানবালা পরতে পারবেন না।

পাশাপাশি ক্যালকুলেটর, কলম, হাতব্যাগ ও ওয়ালেট বহন করতে পারবে না। খোলা স্লিপারওয়ালা জুতা পরতে হবে বলে ড্রেসকোডের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

গত মাসে প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলায় ছয় লাখের বেশি মেডিকেল ছাত্রের পরীক্ষা পুনরায় নেয়ার নিদের্শ দেয় দেশটির উচ্চ আদালত।

উল্লেখ্য, ভারতে পরীক্ষার্থীরা পরীক্ষায় নকল করতে সাধারণত ব্লুটুথ ও মোবাইল সিম শার্টের সঙ্গে আটকে রাখে। গত কয়েক বছরে পরীক্ষাকালে বেশ কিছু পরীক্ষার্থী ছোট এয়ারফোন, বোতাম সদৃশ ছোট ক্যামেরা ও ছোট এয়ারপ্লাগ ব্যবহার করতে গিয়ে ধরা পড়েছে। (সূত্র: বিবিসি)