নবম বিসিএস ফোরামের ২০১৬-২০১৭ সালের জন্য ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন যথাক্রমে প্রশাসন ক্যাডারের মো. নুরুল ইসলাম ও তথ্য (সাধারণ) ক্যাডারের কামাল আহমেদ।
সহসভাপতি হয়েছেন মো. আবু বকর সিদ্দিক, মো. তোফাজ্জল হোসেন মিয়া, মো. জহুরুল হক, আতিয়ান নাহার ও মো. আইনুল কবীর।
যুগ্ম মহাসচিব হয়েছেন শ্যামল চন্দ্র কর্মকার ও ফেরদৌসী বেগম। অন্যান্য পদে আছেন মোহাম্মদ জয়নুল বারী (কোষাধ্যক্ষ), এ টি এম নাসির মিয়া (ক্রীড়া সম্পাদক), দেওয়ান সাঈদুল হাসান (সাংস্কৃতিক সম্পাদক), মো. ফসিউল্লাহ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), মো. মফিদুল ইসলাম (দপ্তর সম্পাদক) ও মো. আছিরউদ্দীন সরদার (সমাজকল্যাণ সম্পাদক)। নির্বাহী সদস্য হিসেবে আছেন মো. শহীদুল হক ভূঁঞা, ড. এ কে এম মুনিরুল হক, শীষ হায়দার চৌধুরী, এ এফ এম আমিনুল ইসলাম, অনল চন্দ্র দাস, মো. হান্নান মিয়া, সাকিউন নাহার, মো. নুরুল আমিন, মো. মোহসীন, আহমেদ মুনিরুছ সালেহীন, মো. ইউসুফ আলী, সোয়ায়েব আহমেদ, শেখ সেকান্দার আলী, মো. আবু তাহের চৌধুরী, মো. আব্দুল মোকাদ্দেম ও এ বি এম বদিউজ্জামান।
(সংবাদ বিজ্ঞপ্তি।)
সূত্র: দৈনিক শিক্ষা