নতুনদের সুযোগ দিচ্ছে সজীব গ্রুপ

সজীব গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবে।

পদের নাম

সেলস অফিসার

যোগ্যতা

প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ ২.০০ পয়েন্ট পেয়ে এসএসসি উত্তীর্ণ হতে হবে।  তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। চাকরির বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। কোম্পানির বিধি অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত নিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পরীক্ষার সময়সূচি

প্রতি শনিবার (সরকারি ছুটির দিন ব্যতিত) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টার মধ্যে ‘এইচআরএম ডিপার্টমেন্ট সজীব গ্রুপ, সেজান পয়েন্ট (৫ম তলা), ২ ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা-১২১৫’ এই ঠিকানায় লিখিত ও মৌখিত পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।