২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) এক বছর/দু’বছর মেয়াদী এমএড (সান্ধ্য) কার্যক্রমে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
বিএড (সম্মান)/বিএড/ডিপ-ইন-এড/ডিপিএড বা সমতুল্য ডিগ্রিপ্রাপ্ত অথবা ২০১৭ সালে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারীগণ অথবা মাস্টার ডিগ্রি অথবা যে কোন বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি প্রাপ্তগণ ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
আগামী ২৫ মে বৃহস্পতিবার পর্যন্ত ১,০০০/- (এক হাজার) টাকা বিকাশের মাধ্যমে ০১৮৪১০১৩০১৩ নম্বরে জমা দিতে হবে। ভর্তি ফরম ও ভর্তি সংক্রান্ত নিয়মাবলী http://smartadmission.info/emed-ier-du ওয়েবসাইটে পাওয়া যাবে। এই ভর্তি বিজ্ঞপ্তির পূর্ণবিবরণ ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.du.ac.bd এ পাওয়া যাবে।