ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ২৬ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।
এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৩টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৪৪টি স্কুল-কলেজসহ মোট ৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
আজ সোমবার ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
পরীক্ষা চলাকালে ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্টদের পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস আনা ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
ঢাবি’র ‘ঘ’ ইউনিটে এবার এক হাজার ৪১৬টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা এক লাখ পাঁচ হাজার ৫১৬ জন।