ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বাণিজ্য অনুষদভুক্ত গ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ১৯৪ জন। পাসের হার ১৭ দশমিক ৫৬ শতাংশ।
রোববার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
‘খ’ ইউনিটের এক হাজার ১৭০টি আসনের বিপরীতে এবার আবেদন করেন ৪৩ হাজার ২৪২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে গত ১৬ অক্টোবর ভর্তি পরীক্ষায় অংশ নেন ৪০ হাজার ৯৫৬ জন।
ভর্তিচ্ছুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে www.admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে তাদের ফল জানতে পারবেন।
এছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে DU<>Ga<>Roll লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।