০১. ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হয় কত সালে?
উঃ ১৮২৯ সালে।
০২. ঢাকা বাংলাদেশের কততম বিভাগ?
উঃ প্রথম।
০৩. ঢাকা বিভাগের আয়তন কত?
উঃ ৩১,১১৯ বর্গ কিলোমিটার।
০৪. ঢাকা বিভাগের লোক সংখ্যা কত?
উঃ ৪,৯৩,২১,৬৮৮ জন। পুরুষ ২,৫১,৪০,০৭২ জন, মহিলা ২,৪১,৮১,৬১৬ জন। [২০১১ সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী।]
০৫. ঢাকা বিভাগের জনসংখ্যার ঘনত্ব কত?
উঃ ১,৫২১ জন। [২০১১ সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী।]
০৬. ঢাকা বিভাগের বৃহত্তম জেলা কোনটি?
উঃ ময়মনসিংহ (আয়তন ৪৩৬৩ বর্গ কি. মি.)
০৭. ঢাকা বিভাগরে ক্ষুদ্রতম জেলা কোনটি?
উঃ নারায়ণগঞ্জ (৭৬০ বর্গ কি.মি.)
০৮. ঢাকা বিভাগের ইউনিয়নের সংখ্যা কত?
উঃ ১,২৫৬ টি।
০৯. ঢাকা বিভাগের গ্রামের সংখ্যা কত?
উঃ ২৫,২১৩ টি।
১০. ঢাকা বিভাগের জনসংখ্যার বৃদ্ধির হার কত?
উঃ ১.৯৩%।
১১. ঢাকা বিভাগের পুরুষ ও নারীর অনুপাত কত?
উঃ ১০৪ : ১০০
১২. ঢাকা বিভাগের স্বাক্ষরতার হার কত?
উঃ ৫৪.২%।
১৩. ঢাকা বিভাগের জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
উঃ ৯৪ টি।
১৪. ঢাকা বিভাগের দারিদ্র্যের হার কত?
উঃ ৩১%।
১৫. ঢাকা বিভাগের সিটি কর্পেোরেশনের সংখ্যা কত?
উঃ ৪টি।