বেসরকারি শিক্ষক কর্মচারীদের প্রাপ্ত টাইম স্কেল বহাল রাখার দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী সংগ্রামী ঐক্যজোট। শনিবার মিরপুরের আলহাজ মধু বেপারী উচ্চ বিদ্যালয়ে জোটের জাতীয় নির্বাহী কমিটির এক জরুরি সভায় এ দাবি করা হয়।
কেন্দ্রীয় সভাপতি মো. নজরুল ইসলাম রনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- মীর আবদুল মালেক, রিয়াজ উদ্দিন, রফিকুল ইসলাম, হোসনি মোবারক, আবুল বাশার বাদশা, মঞ্জুরুল আমিন শেখর, বদরুজ্জামান বাদল, মহসিন উদ্দিন প্রমুখ।
জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট : বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবিলম্বে এমপিওভুক্ত করতে সরকারের কাছে দাবি জানিয়েছে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট। এ জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করতেও অর্থ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তারা।
শনিবার ফ্রন্টের এক সভায় বক্তারা বলেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং সিদ্ধান্ত গ্রহণে অসক্ষমতার কারণে শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন অর্জন যথোপযুক্তভাবে মূল্যায়িত হচ্ছে না। ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে গ্রিন রোডে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদুল হক, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, খান মোশাররেফ হোসেন, হাবিবুর রহমান হাবিব, অধ্যক্ষ নূরুন নবী সিদ্দিকী প্রমুখ।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোট : রাজধানীতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষকদের দারির প্রতি একাত্মতা প্রকাশ করে অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান কাজী আবদুর রাজ্জাক, জাকির হোসেনসহ অন্যরা।
সূত্র: সমকাল