জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়ানস্টপ সার্ভিস চালু

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ লাঘব ও দুর্নীতিমুক্ত প্রশাসন করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

nu-1_176412

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্ভিসটির উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. মো. হারুন অর রশিদ।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে ওয়ান স্টপ সার্ভিস উদ্বোধন করে তিনি বলেন, ‘প্রযুক্তি নির্ভর বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে কাজ চলছে। এরই অংশ হিসেবে আজ ওয়ান স্টপ সার্ভিস চালু করা হল। এর মাধ্যমে এখন থেকে ছাত্রছাত্রীরা তাদের মার্কশিট, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন, প্রবেশপত্র উত্তোলন, সংশোধন, ব্যাংক ড্রাফটসহ সকল ফি জমা এবং সংশ্লিষ্ট সকল সেবা একই স্থান থেকে দেয়া হবে। এতে হয়রানি ও দুর্নীতি কমবে।’

তিনি ভবিষ্যতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি আইটি নির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তার অঙ্গীকার ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, প্রো ভিসি প্রফেসর ড. আসলাম ভূঁইয়া, ড. মোনাজ আহমেদ নূর, ট্রেজারার অধ্যাপক নোমান উর রশিদসহ বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা।