গ-ইউনিটের আসন বিন্যাস দুপুর আজ বুধবার দুপুর ১২:৩০-এ প্রকাশ করা হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।
এবার ‘সি’ ইউনিটে জাবিতে ৬২০টি আসনের (বাণিজ্য-৫৪০ ও অন্যান্য-৮০) বিপরীতে ৩৪ হাজার ৬৮৮ ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে।
এদিকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানবিক দিক বিবেচনা করে পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটেও (http://admission.eis.du.ac.bd/) পাওয়া যাচেছ।