জনতা ব্যাংকের দুটি পদে আবেদনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক লাইলা বিলকিস আরা জানান, এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-টেলার (এইও-টেলার) পদে আবেদন শুরু হবে ৩ মে। চলবে ২৪ মে পর্যন্ত। এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার, পল্লী ঋণ (এইও-পল্লী ঋণ) পদে ১০ মে থেকে ০১ জুন পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইনে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের (erecruitment.bb.org.bd) মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন।