চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন দুটি বিভাগ চালু হচ্ছে।
২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুটিতে ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
বিভাগ দুটি হলো সিভিল অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। প্রতি বিভাগে ৩০জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে।
শুক্রবার চুয়েটের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দুই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সিভিল অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ড. মো. রিয়াজ আক্তার মল্লিক ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।