প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, ‘কারিগরি শিক্ষাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বের করে আলাদা মন্ত্রণালয় করা দরকার। কেননা আমাদের উন্নতি করতে হলে দক্ষতা বাড়ানের বিকল্প নেই।’
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে রবিবার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০১৬-২০) দলিলের খাতভিত্তিক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মসিউর রহমান বলেন, ‘এখনো কেউ এমএ পাস করলে আমরা গর্ব করে বলি এমএ পাস করেছে। কিন্তু ভকেশনাল পড়লে লজ্জাবোধ করে বলি কোনো রকমে পড়ালেখা করছে।’
এ সময় ট্যাস্ক ক্যালেকশন ও হিসাবের জন্য থার্ড পার্টি থাকা দরকার বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক। প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ