কমনওয়েলথভুক্ত মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোতে মাস্টার্স অধ্যয়নের জন্য স্কলারশীপ দিবে কমনওয়েলথ কর্তৃপক্ষ। কমনওয়েলথ স্কলারশীপ ও ফেলোশীপপ্ল্যান (সিএসএফপি) এর ওয়েবসাইটে এ স্কলারশীপের জন্য আগ্রহী প্রার্থীদের থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। আবেদন করার শেষ তারিখ ২৯ ফেব্রয়ারী ২০১৬।
বৃত্তির বিষয়:
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের যে কোন বিষয়েই পড়তে পারবে।
কোর্স লেভেল: মাস্টার্স অধ্যয়নের জন্য এ বৃত্তি দেয়া হবে।
বৃত্তিপ্রদানকারী কর্তৃপক্ষ: কমনওয়েলথ স্কলারশীপ এন্ড ফেলোশীপ প্ল্যান (সিএসএলপি)।
যে দেশগুলোতে পড়তে পারবে: সোয়াজিল্যান্ড, পাকিস্তান, মালাওয়ি, উগান্ডা, রান্ডা, লেসেথো ও ঘানা।
যোগ্যাতা:
- আগ্রহী শিক্ষার্থীকে অবশ্যই কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে।
- মাস্টার্স অধ্যয়নের জন্য সাধারণত: প্রয়োজনীয় যোগ্যতা।
- মধ্যম আয়ের দেশে অধ্যয়ন করার জন্য শারিরীক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে ।
- শিক্ষা জীবনের কোন ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ থাকা চলবেনা।
- কোন পর্যায়ে দুই বছরের বেশী বিরতি থাকা চলবেনা।
বৃত্তির সংখ্যা: নির্দিষ্ট নয়।
বৃত্তির বর্ণনা:
- রাউন্ড ট্রিপ ইকোনমি ক্লাস এয়ারটিকেট
- সকল টিউশন ফি।
- আবাসন ব্যবস্থা।
- মাসিক বৃত্তি।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে ।
আবেদন করার সময় নিচের ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে-
- হাইস্কুল সার্টিফিকেট
- আন্ডারগ্রাজুয়েট ট্রান্সক্রিপ্ট ও গ্রাজুয়েট সার্টিফিকেট
- পাসপোর্ট এর ফটোপেজ এর স্ক্যানকপি
- ইংরেজী ভাষা দক্ষতা পরীক্ষার ট্রান্সক্রিপ্ট
- একাডেমিক রেফারেন্স
পূরণকৃত আবেদনপত্র নিচের লিংক ব্রাউজ করে সংশ্লিষ্ট দেশের প্রদত্ত ই মেইলে পাঠাতে হবে।
আবেদনপত্র
ইমেইললিংক-https://www.acu.ac.uk/focus-areas/scholarships/commonwealth-scholarships/about-csfp
সূত্র: লেখাপড়া২৪.কম