যুক্তরাজ্য সরকার কমনওয়েলথ স্কলারশিপ ২০১৫ এর জন্য আবেদনের সময়সীমা বাড়িয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ স্কলারশিপ-২০১৫’ এর জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এই আবেদনের শেষ সময় ছিল ডিসেম্বর পর্যন্ত। কিন্তু আদেবন যাচাই-বাছাই শেষে তার সময়সীমা বাড়ানো হয়। আগামী ৩ অক্টোবর পর্যন্ত এই বৃত্তির জন্য আবেদন করা যাবে।
স্কলারশিপ প্রোগ্রামে এক বছরের মাস্টার ডিগ্রি ও তিন বছরের ডক্টরাল ডিগ্রি প্রদানের লক্ষ্যে বাংলাদেশ থেকে ৫৫ জন নির্বাচন করা হবে। কমনওয়েলথ স্কলারশিপের সুনির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। স্কলারশিপের আবেদন ফর্মসহ যাবতীয় নিয়মকানুন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) পাওয়া যাবে।