যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিস্টার বিশ্ববিদ্যালয় প্রতিবছর নির্দিষ্ট সংখ্যক কিছু মেধাবী শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলরস স্কলারশীপ প্রদান করে। শিক্ষাগত যোগ্যতা ও মেধার ওপর ভিত্তি করে এ স্কলারশীপ দেয়া হয়। এক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা অগ্রাধিকার পায়। বাংলাদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। আবেদন করার শেষ তারিখ ১৪ অক্টোবর,২০১৬।
কোর্স লেভেল: মাস্টার্স
বিষয়: বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী স্বীয় যোগ্যতা অনুযায়ী ওয়েস্ট-মিনিস্টার বিশ্ববিদ্যালয়ের সকল বিষয়ে পড়তে পারবে।
বৃত্তির বর্ণনা:
• সম্পূর্ণটিউশনফি
• আবাসনব্যবস্থা
• বসবাসেরযাবতীয়ব্যয়
• রাউন্ডট্রিপইকোনমিক্লাসএয়ার-টিকেট
যোগ্যতা:
• যুক্তরাজ্যেরপ্রথমশ্রেণীরঅনার্সএরসমমানেরব্যাচেলরডিগ্রি
• শিক্ষা-জীবনেরসকলক্ষেত্রেপ্রথমবিভাগ
• আইএলটিএস এ ন্যুনতম ৬.৫ স্কোর
আবেদন করার জন্য যা প্রয়োজন:
• সকলএকাডেমিক ট্রান্সক্রিপ্ট
• জীবন-বৃত্তান্ত
• ইংরেজী ভাষা দক্ষতা পরীক্ষার ট্রান্সক্রিপ্ট
• দুইটি একাডেমিক রেফারেন্স
• ব্যক্তিগত বর্ণনা (পার্সোনাল স্টেটমেন্ট)
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীকে http://goo.gl/U2VFn9 এ ইলিংক থেকে আবেদনপত্র ডাউনলোড করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী তা পূরণ করে ইমেইল করতে হবে। এছাড়া বাংলাদেশে ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয়ের ওভারসীস রিপ্রেজেন্টেটিভ এর মাধ্যমে ও আবেদন করা যাবে । রিপ্রেজেন্টেটিভ এর ওয়েবলিংক http://goo.gl/eHbnzV
এছাড়া স্কলারশীপ সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য জানতে নিচের লিংক ব্রাউজ করুন http://goo.gl/BIUSVB