তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদেরকে অনার্স ও মাস্টার্স পড়ার জন্য স্কলারশীপ দিবে চেকপ্রজাতন্ত্র সরকার। সেদেশের চার্লস ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদ মোট সাতজন শিক্ষার্থীকে এ স্কলারশীপ প্রদান করবে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে শুরু হতে যাওয়া কোর্সের জন্য আবেদন করার শেষ তারিখ ৩০ এপ্রিল, ২০১৬।
বৃত্তির বিষয়: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী চার্লস ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত যেকোন বিষয়েই পড়ার সুযোগ পাবে।
কোর্স লেভেল: অনার্স ও মাস্টার্স।
যোগ্যতা:
অনার্স ও মাস্টার্স কোর্সে আবেদন করার জন্য প্রয়োজনীয় সাধারণ যোগ্যতা থাকতে হবে । শিক্ষাজীবনের কোনক্ষেত্রে দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। এছাড়া ইংরেজী ভাষা দক্ষতা কোর্সে উল্লেখযোগ্য পার্ফরম্যান্স দেখাতে হবে।
বৃত্তিরসংখ্যা:
মোটসাতজন শিক্ষার্থীকে এ স্কলারশীপ দেয়া হবে ।
বৃত্তিরবর্ণনা:
চার্লস ইউনিভার্সিটিতে অধ্যয়নকালে শিাক্ষার্থীর শুধু প্রথম সেমিস্টারের টিউশনফি স্কলারশীপ প্রদানকারী কর্তৃপক্ষ বহন করবে। পরবর্তী সেমিস্টারের খরচশিক্ষার্থীকে নিজেই বহন করতে হবে। এছাড়া এককালীন ২০৫০ ইউরো বসবাসের ভাতা হিসেবে দেয়া হবে।
আবেদনপ্রক্রিয়া:
আগ্রহী শিক্ষার্থীকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে । পরবর্তীতে সেআবেদনপত্রের প্রিন্টেড কপি প্রয়োজনীয় কাগজপত্রসহ বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় পাঠাতে হবে।
স্কলারশীপ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য নিচেরলিংক ব্রাউজ করুন http://fsveng.fsv.cuni.cz/FSVEN-320.html