ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন তিনটি অনুষদ বাড়িয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে একটি এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ থেকে দুটি অনুষদ বাড়ানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত অর্গানোগ্রাম অনুযায়ী আটটি অনুষদের অধীনে ৩৩টি বিভাগকে ভাগ করা হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে একটি বৃদ্ধি করে কলা অনুষদ করা হয়েছে। একই সঙ্গে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের নাম পরিবর্তন করে বিজ্ঞান অনুষদ করা হয়েছে। এ অনুষদ থেকে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদ বৃদ্ধি করা হয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আইন ও ব্যবসায় প্রশাসন অনুষদকে আগের মতোই রাখা হয়েছে। নতুন তিন অনুষদসহ বিশ্ববিদ্যালয়ের মোট অনুষদ হলো আটটি।