শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেছেন, ‘মাদ্রাসা শিক্ষার্থীদের আরবিতে দক্ষ করে তুলে বহির্বিশ্বে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। এজন্য মাদ্রাসা শিক্ষার্থীদের অবশ্যই আরবিতে কথা বলতে পারতে হবে। তাহলে তাদের সর্বক্ষেত্রে সুযোগ বৃদ্ধি পাবে।’ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগ আয়োজিত ‘আরবি ভাষা শিক্ষা কোর্স ও ইসলামি শিক্ষার পাঠ্যক্রম’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে বক্তারা বলেন, শুধু আরবি গ্রামার বা আরবি পড়া জানলেই হবে না। আরবিতে কথা বলতে, লিখতে, পড়তে ও শুনে বোঝার মতো করে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। তবেই মাদ্রাসা শিক্ষা ফলপ্রসূ হবে। বিজ্ঞান ও প্রযুক্তির এ বিষয় মাথায় রেখেই ইসলামি শিক্ষাকে ঢেলে সাজাতে হবে। এসব ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন : শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এ এস মাহমুদ, অতিরিক্ত সচিব (কারিগরি ও মাদ্রাসা) মো. বজলুর রহমান, অতিরিক্ত সচিব (কলেজ) স্বপন কুমার সরকার, মহাপরিচালক ফাহিমা খাতুন প্রমুখ।
সৌজন্যে: যায় যায় দিন